
প্রতিটি দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাউল,১ কেজি তেল,১ কেজি
লবন,আধা কেজি ডাউল,আধা কেজি চিড়া ৩ কেজি আলু ও ১ টি সবান তুলে
দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সে সময় তিনি বলেন,
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। শুধু তাই না, খেটে খাওয়া দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন এবং তাদের দুঃখ দুর্দশা লাঘবে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং আশাকরি সেটা সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। যদি কেউ এই ত্রাণ সামগ্রী নিয়ে দুর্নিতী করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সে সময় উপস্থিত ছিলেন এনডিসি সিব্বির আহমেদ, সদর উপজেলা নির্বাহী
অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারসহ জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।