themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
সংবাদ শিরোনাম :
যশোর মণিরামপুরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রের ঝুলন্ত উদ্ধার ‘সাংবাদিক হইছ তাতে কী হয়েছে’ চুয়াডাঙ্গায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু চুয়াডাঙ্গায় করোনার কারণে অঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের.আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন জেলা প্রশাসক করোনা পরীক্ষার কিট তৈরি করলেন ভারতীয় নারী মিনাল মেহেরপুরে চিকিৎসক নিখোঁজ শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী জীবননগরে বিজিবির চোরকারবারীর পৃথক অভিযানে ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক মাদরাসাছাত্রীকে হত্যার পর মাটিচাপা, গ্রেফতার আরো ১
Mujib Borsho
পুরাতন খবর খুজছেন ?

দ্বিতীয় দফায় বাড়ল হজ নিবন্ধনের সময়

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪১ বার নিউজটি পড়া হয়েছে

জাগো-দেশ, রিপোর্ট চলতি বছর হজে গমনেচ্ছুদের জন্য হজ নিবন্ধন কার্যক্রমের সময়সীমা আরও একদফা বাড়ানো হয়েছে। নতুন করে আগামী ৮ এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে প্রাথমিকভাবে হজ নিবন্ধনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বেঁধে দেয়া হয়েছিল। এরপর ১২ মার্চ তা ২৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে করোনার কারণে সব কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এ সময় ফের বাড়ানো হল। বুধবার সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের এ সব তথ্য জানান। হজ অফিস সূত্র জানিয়েছে, বুধবার রাত ৮টা পর্যন্ত হজ নিবন্ধন করেছেন ৪১ হাজার ৮৫৪ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৩ হাজার ৩৫৯ জন এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘২০২০ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সিসমূহকে ‘হজযাত্রী নিবন্ধন ব্যাংক হিসাব’ ব্যবহার বিষয়ে বেশকিছু নির্দেশ
গুরুত্বসহকারে পালন করতে হবে। গত ২ মার্চ থেকে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে ওমরাহযাত্রী প্রেরণ ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। তবে পরিস্থিতি উন্নত হওয়ার
সঙ্গে সঙ্গে ২০২০ সালে হজযাত্রী প্রেরণের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।’ এ সময় হজ সংক্রান্ত বেশকিছু সিদ্ধান্ত জানান শেখ আবদুল্লাহ। এগুলো হল- বর্তমান পরিস্থিতিতে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়
বিমান ভাড়া এবং সার্ভিস চার্জ বাবদ ১ লাখ ৫১ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অন্য কোনো ব্যয় বাবদ কোনো অর্থ গ্রহণ করা যাবে না। তিনি বলেন, অবশিষ্ট অর্থ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জমা দেয়ার জন্য হজযাত্রীকে
প্রস্তুত রাখতে হবে। নিবন্ধনের সময় হজযাত্রী এবং এজেন্সিকে আবশ্যিকভাবে নগদ লেনদেন পরিহার করতে হবে। কোনো অবস্থাতেই মধ্যস্বত্বভোগী বা তথাকথিত গ্রুপ লিডারের মাধ্যমে লেনদেন করা যাবে না। নিবন্ধনের সময় হজযাত্রীর পক্ষ থেকে জমাকৃত অর্থ শুধু হজ কার্যক্রমেই ব্যয় করতে হবে। নিবন্ধন ভাউচারের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। হজযাত্রী থেকে এজেন্সির ব্যাংক হিসাব ব্যতীত কোনোভাবে নগদ লেনদেন করা হলে এ জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। প্রতিমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে হজযাত্রী,
নিবন্ধনে নিয়োজিত এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংককে আবশ্যিকভাবে এ নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য অনুরোধ জানান। ধর্ম প্রতিমন্ত্রী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সবাইকে সরকার ঘোষিত নিয়ম-
কানুন, স্বাস্থ্যবিধি, মসজিদে নামাজ আদায়ের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রদত্ত নির্দেশনা পালনের আহ্বান জানান। বিশ্বব্যাপী এ কঠিন বিপদের মুহূর্তে মুসলমানদের আল্লাহর নিকট বেশি বেশি তাওবা, ইস্তেগফার করা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ বিধান মতে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার আহ্বান
জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel