কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে মাদরাসাছাত্রীকে
হত্যার পর মাটিচাপা দেয়ায় আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শৈলকুপা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসরাইল হোসেন কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আসাদুল ইসলামের
ছেলে। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। নিহত কেয়া খাতুন ওই উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে ও বেলেডাঙ্গা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার
এসআই আবুল খায়ের জানান, হত্যার পর শৈলকুপায় মামা বাড়িতে চলে যান ইসরাইল। এমন সংবাদে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ১৭ মার্চ এ মামলার ১ নম্বর আসামি মিলন হোসেনকে গ্রেফতার করা হয়। মিলন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৩ মার্চ নিজ বাড়ি থেকে নিখোঁজ হন কেয়া। নিখোঁজের ১৭ দিন পর দাদপুর গ্রামের একটি
কলাক্ষেতের পাশ থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুস সামাদ।