নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় মুদি ও মনোহরি সমিতির
ত্রিবার্ষিক নির্বাচন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ বনিক সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত
বিরতিহীনভাবে মুদি ও মনোহরি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ১৬৮ ভোটের মধ্যে পোল হয়েছে ১৬২ ভোট । সর্বাধিক ৯০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আরেফিন মিয়া মিলন । তার নিকটতম প্রতিদ্বন্দি আলহাজ¦ মীর শফিকুল ইসলাম পেয়েছেন ৭২ ভোট । সাধারন সম্পাদক পদে আলাউদ্দিন মিয়া ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দি পদে ৫৬ ভোট পেয়েছেন রেজাউল করীম। কোষাধ্যক্ষ পদে আব্দুর রহমান ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি আলমগীর হোসেন পেয়েছেন ৫১ ভোট ও শ্রী অমল কুমার অধিকারী পেয়েছেন ৪৭ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বণিক সমিতির সভাপতি আলহাজ মকবুল হোসেন। সহকারী প্রিজাইডিং হিসেবে ছিলেন গার্মেন্সস সমিতির সভাপতি সৈয়দ সাজেদুল হক, সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, বণিক সমিতির ধর্ম সম্পাদক হাফেজ মোঃ মোতালেব হোসেন, বণিক সমিতির সদস্য জনি বিশ্বস, আবুল কাসেম টুকু, বজলুর রহমান। বাকী অন্যান্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে।