নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শনিবার ২৮ মার্চ বেলা সাড়ে ১১ টায় দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও ১৫০ শয্যার নতুন ভবনটি পরিদর্শন করেন তিনি। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ কর্ণেল আশিকুল হক (বিএসসি), চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল
ইসলাম, সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় করোনাভাইরাস মোকাবিলায় সদর হাসপাতালের সব ধরনের প্রস্তুত দেখে সকলে সন্তোষ প্রকাশ করেন।