মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ হাবিবুর রহমান ও আমির হামজা নামের দুই ব্যক্তিকে আটক করেছে।৬ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক হাবিবুর রহমান শহরে নতুন পাড়ার মোহর আলীর ছেলে এবং আমির হামজা একই এলাকার বরকত আলী ছেলে। ডিবির এসআই ইব্রাহিম নেতৃত্বে শহরে নতুন পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।