নিজন্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস বিশ্বজুড়ে সৃস্টি করেছে চরম আতংক।
চীনে এ ভাইরাসে মৃত্যু সংখ্যা দিনদিন বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এ ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
সিমান্তগুলোতে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। দর্শনা মেডিকেল ক্যাম্পে লোকবল স্বল্পতার কারণে কার্যক্রম ব্যহত হচ্ছে। দর্শনা জয়নগর সিমান্তে বসানো মেডিকেল ক্যাম্পের কার্যক্রম তদারকি ও পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সিভিল
সার্জন সহ বিশ্ব স্বাস্থ্যসেবা কর্মকর্তা ও নেতৃবৃন্দরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ এএসএম মারুফ হাসানের নেতৃত্বে।প্রতিনিধিদলের সদস্য জয়নগর চেকপোষ্টের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ নিশাত তাছনিম প্রমুখ। পরিদর্শনকালে ডাঃ এএসএম মারুফ হাসান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এ সিমান্ত ক্যাম্পে লোকবল বাড়ানো সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে।