গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান মা হারা শিশুদের নতুন পোষাক দিয়ে এক ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত গড়েছেন।৫ ফেব্রুয়ারি
রোজ বুধবার সকালে কসবা গ্রামের চারজন শিশুকে নতুন পোষাক দিয়েছেন এবং পাশে দাঁিড়য়ে শিশুদের লেখাপড়া ও সরকারি ঘর তৈরী করে দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। যাদেরকে নতুন পোষাক দেয়া হলো তারা হলোঃ কসবা গ্রামের রাশিদুল ইসলামের অসহায় শিশু সন্তান আশিক, কুলছুম, মুস্তাকিন ও রিয়াজ। রাশিদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রাশিদুল ইসলাম দ্বিতীয় বিবাহ করে পূর্বের সন্তানদের ভুলে গিয়ে নতুন স্ত্রীকে নিয়ে সুখে ঘর-সংসার করছে।অথচ মা হারা শিশুদের খোঁজ পর্যন্ত নেয়ার সময় তার নেই। অথচ মা হারা
শিশুগুলো তার গরীব অসহায় দাদা-দাদীর ঘাড়ে বোঁঝা হয়ে চেপে বসে তাদের পিতার অধিকার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন-যাপন করছে।এমননি
পরিস্থিতিতে সংবাদ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান নিজেকে আটকে রাখতে না.পেরে নতুন পোষাক নিয়ে হাজির হন মা হারা অসহায়
শিশুদের কাছে। শিশুরা নতুন পোষাক পেয়ে.কিছুক্ষণের জন্য হলেও সমস্ত দুঃখ ভুলে গিয়ে মায়ের মমতার স্বাদ পেয়েছে। বিষয়টি জানতে পেয়ে গাংনী উপজেলার সুশীল সমাজ অভিনন্দন জানিয়েছেন এমন মমতাময়ী কর্মকর্তাকে