সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলাধীন কালিগঞ্জ উপজেলা‘র কৃষ্ণনগর
ইউনিয়নের নেঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবিকা সাফিয়া
পারভীন। তিনি কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেন ও বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির কন্যা। ৫ ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১০ টায় নেঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের।সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম
সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৪ জন অভিভাবক সদস্য, ১ জন।দাতা সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধির সমর্থনে বিনা প্রতিদ্বন্দীতায় সাফিয়া পারভীনকে সভাপতি নির্বাচিত করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরুল সরদার, বিনয় কৃষ্ণ, আনোয়ার হোসেন, নাজমা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক প্রতিনিধি নাছিমা খাতুন, নির্মল কুমার সহ
অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।