স্টাফ রিপোর্টারঃ ৫ দিন পর উদ্ধার হলো রাজধানীর কদমতলীর ডিএনডি
খালে নিখোঁজ শিশু আশামণির মরদেহ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে আশামণির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। পচা ময়লার স্তূপের খালে ৬ দিন ধরে নিখোঁজ থাকায় কান্নায় বুক ভাসানো বাবা-মা সন্তানের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। অন্তত লাশ বুকে জড়িয়ে ধরার আকুতি জানিয়ে আঁচল পেতেছিলেন আশামণির মা তানিয়া। অবশেষে আশামণির লাশ উদ্ধার হওয়ায় বাবা-মায়ের আশা পূর্ণ হলো। এর আগে, শনিবার(১ ফেব্রুয়ারি) বল কুড়াতে গিয়ে কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে তলিয়ে যায় ৫ বছর বয়সী শিশু আশামণি। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিরা খালে নেমে ৫ দিন তল্লাশি চালালেও আশামণিকে উদ্ধার করতে পারেননি তারা। ৫ দিন পর আশামণিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা।