জামাল হোসেন খোকন, জীবননগরঃ চুয়াডাঙ্গা জীবননগর সেনরহুদার বহু পরিচয় দানকারী প্রতারক তানজিমুর রহমান তানজিম এবার ঢাকা দারুসসালাম থানা এলাকায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকালে জনতার হাতে ধরা খেয়ে পুলিশের খাঁচায় বন্দী। পরবর্তীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় জীবননগর থানা পুলিশের কাছে প্রেরণ। প্রতারক জানজিমুল রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সেনরহুদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন,আটক তানজিমুল রহমান একজন প্রতারক। তার নামে জীবননগর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণা মামলা রয়েছে। সে বিভিন্ন যায়গায় গিয়ে প্রতারণা করার জন্য নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট, কখনো বার্ডেম হাসপাতালে প্রধান, কখনো পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দেয়। সর্বশেষ মঙ্গলবার সকালে ঢাকা দারুসসালাম থানা এলাকায় ম্যাজিস্ট্রেট পরিচয় দান কালে এলাকা বাসীদের সন্দেহ হলে তাকে আটকে দারুসসালাম থানা পুলিশের হাতে তুলে
দেয়। পরবর্তীতে জীবননগর থানায় যোগাযোগ করলে সে চেক জালিয়াতি মামলার একবছরে সাজাপ্রাপ্ত ও ১০ লক্ষটাকার অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি হওয়া আমরা তাকে দারুসসালাম থানা থেকে জীবননগর থানায় নিয়ে আসি।