স্পোর্টস ডেস্কঃ সময়টা বেশ ভালো পার করছে জিনেদিন জিদানের রিয়াল
মাদ্রিদ। একের পর এক ম্যাচ জিতে কিছুদিন আগেও পথভ্রষ্ট রিয়াল এবার নিজেদের জাত চেনাতে শুরু করেছে। ১০ দিন আগে সুপার কাপের ফাইনালে
অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে বছরের প্রথম শিরোপা জিতেছে তারা। লা লিগাতেও বার্সার সমান পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে নিজেদের ছন্দ ধরে রেখেছে। এবার কোপা দেল রের শেষ ষোলোতে উঠল স্প্যানিশ জায়ান্টরা। স্প্যানিশ কোপা দেল রের ম্যাচে অনায়াসে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইউনিয়নিস্তাস দে সালামানকাকে তাদেরই ঘরের মাঠে ১-৩ গোলের ব্যবধানে পরাজিত করেছে গ্যালাকটিকোরা। ১৮ মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ৫৭ মিনিটে পাল্টা আঘাত হানে সালামানকা। ডি- বক্সের মধ্যে থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন আলভারো রোমেরো। তাদের সে স্বস্তি অবশ্য বেশিক্ষণ টিকে থাকেনি। আত্মঘাতী গোল করে বসেন স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান গনগোরা। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ
ব্যবধান আরও বাড়ালে জয় নিশ্চিত হয় রিয়ালের। এদিকে পুঁচকে দল ইউডি ইবিজা’র সাথে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়া বার্সা জয় নিশ্চিত করে ম্যাচের শেষ মুহূর্তে এসে। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল কাতালানরা। তবে গ্রিজম্যানের জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এ জয়ে শেষ ষোলোতে পা রাখে কিকে সেতিয়েনের দল। সহজ প্রতিপক্ষ ভেবে মেসিকে রাখা হয় বিশ্রামে।