themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, স্টল ঘুরে বই কিনলেন শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বইমেলার উদ্বোধন
করেন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত ও সূচনা সঙ্গীত পরিবেশন করা হয়। মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। সূচনা বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

এ অনুষ্ঠানে ১০ জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে করা হয়েছে তিন লাখ টাকা। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থটির মোড়ক উম্মেচন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অমর একুশে বইমেলার উদ্বোধনের পরপরই বাংলা একাডেমিতে বিভিন্ন স্টল ঘুরে দেখে বই কিনলেন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুভেচ্ছা উপহার হিসেবে কয়েকটি স্টল থেকে তাকে কিছু বই উপহার দেয়া হয়। পরিদর্শন করেন বঙ্গবন্ধু জাদুঘর, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) মুজিব স্টল, বাংলা একাডেমির স্টল।
একসময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ডা. দীপু মনি। সেই সূত্রে বিভিন্ন দেশের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। এরই ধারাবাহিকতায় তিনি ‘চায়না বুক হাউস’ নামে একটি স্টল পরিদর্শন করেন। পাশেই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টল।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একুশে বইমেলা প্রাণের মেলা। সারাবছরই বইমেলার জন্য অপেক্ষায় থাকি। বইমেলায় আসা, নতুন বই দেখা, লেখকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়, বন্ধুদের সঙ্গে দেখা হয়। সারাবছর ধরে আসলে এ মেলার জন্য প্রতীক্ষায় থাকি। শিক্ষামন্ত্রী বলেন, লেখক পাঠক প্রকাশক সবার মিলনমেলা এ বইমেলা। খুব ভালো লাগছে। আজ তো মাত্র উদ্বোধন হলো, সব দোকান এখনও খোলেনি। বঙ্গবন্ধুর ওপর লেখা বেশ কিছু বই এবং আরও কিছু বিশেষ লেখা বই নিলাম। বইমেলায় এলে মুশকিল হয়ে যায় অনেক বই কিনে নিয়ে
যেতে ইচ্ছা করে। চলে যাওয়ার সময় তিনি বললেন, ইনশাআল্লাহ আবার বইমেলায় আসব।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel