নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুরাতন কোলা গ্রাম থেকে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) টাস্কফোর্স অভিযানে এই মাদক উদ্ধার করা হয়। তবে আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
খালিশপুর ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গতকাল (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও খালিশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের নির্দেশনায় মহেশপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চলে। এ সময় ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এর নেতৃত্বে তার ফোর্সসহ মহেশপুর উপজেলাধীন পুরাতনকোলা গ্রামের মৃত আইয়ুব নবীর ছেলে লুৎফর রহমান (৪৮) এর বাড়ি তল্লাশি করে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছেন উদ্ধারকৃত হেরোইনের মুল্য প্রায় ৮০ লাখ টাকা। আসামি লুৎফর রহমান পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার সদর এবং জীবননগর উপজেলার বিজিবি ক্যাম্প নিয়ে গঠিত খালিশপুর ব্যাটালিয়ন এলাকায় মাদকবিরোধীও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন।
Leave a Reply