ডেস্ক রিপোর্টঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ে ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের ডান্ডিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড নারী দলের। দলীয় ২৭ রানে হারায় ৪ উইকেটে। এ বির্পযয় থেকে আর বের হতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৮৫ রান স্কোরবোর্ডে জমা করে আইরিশরা।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন এইমার রিচার্ডসন ও অধিনায়ক লরা। দুই জনেই করেন ২৫ রান। আর প্রেনডারগাস্ট করেন ১০ রান। দলের হয়ে আর কেউ দুই সংখ্যার কোঠা পার হতে পারেননি। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন ফাহিমা খাতুন। জাহানার আলম, নাহিদা আক্তার, সালমা খাতুন ও রিতু মনি ১টি করে উইকেট নেন। ৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করে ট্রাইগ্রেসরা। পরে ৩০ রানে ৪ উইকেট হারায় নাহিদা-সালমারা। এরপর আশা-যাওয়ার মিছিলে নামে অন্য ব্যাটসম্যানরাও। তবে সানজিদা ইসলামের অপরাজিত ৩২ রানের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ দিকে তাকে সঙ্গ দেন জাহানার আলম। তিনি করেন ৬ রান। এছাড়া রিতু মনি ১৫, মুরশীদা খাতুন ১৩ ও আয়েশা রহমান করেন ৭ রান। আইরিশদের হয়ে প্রেনডারগাস্ট নেন ২টি উইকেট। এছাড়া কিম গার্থ ও সোফি ম্যাকমাহন নেন ১টি উইকেট।