শিমুল রেজা: চুয়াডাঙ্গা বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে দামুড়হুদার চাকুলিয়া ও পিরপুরকুল্লা মাঠ থেকে চারটি ভারতীয় মহিষ জব্দ করেছে। আজ মঙ্গলবার সকালে এই মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ বিশ হাজার টাকা। এদিকে চোরাকারবারের সাথে জড়িত সন্দেহে দুই জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এরা হলেন চাকুলিয়া গ্রামের সামউদ্দিনের ছেলে আব্দুল মমিন ও আব্দুল আলিমের ছেলে আলমগীর।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, মঙ্গলবার
ভোর ৪টার দিকে দামুড়হুদার ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার ফিরোজ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৭ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ২টি ভারতীয় মহিষ জব্দ করে। অপরদিকে একই বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে পিরপুরকুল্লা সীমান্তের মেইন পিলার ৯২ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরপুরকুল্লা মাঠ থেকে ২টি ভারতীয় মহিষ জব্দ করে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে হাবিলদার ফিরোজ হোসেন বাদী হয়ে আব্দুল মমিন ও আলমগীর হোসেনের নাম উল্লেখ্য করে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছে। মহিষ দর্শনা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।