নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার চালকল মালিকদের কাছ থেকে ২ হাজার ২০১ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদাম প্রাঙ্গনে চাল সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক
নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়া ইয়াহ্ খান প্রমুখ। জেলা প্রশাসক বলেন, কোন প্রকার খারাপ চাল, চালকল
মালিকদের কাছ থেকে কেনা হবেনা। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।
চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, প্রতি কেজি ৩৬ টাকা মূল্যে এ চাল কেনা হবে।