গ্রেফতারকৃতরা হলেন-ফকিরহাট উপজেলার কামরুজ্জামান সোহেল (২৩), আব্দুল হালিম (২০), মোড়েলগঞ্জ উপজেলার ইব্রাহীম শেখ রাব্বি (২০), বাগেরহাট সদর উপজেলার কাইয়ুম হোসেন আকাশ (২০)। ফকিরহাট মডেল থানার ওসি আবু সাঈদ খায়রুল আনাম জানান, ২০১৯ সালের ১৩ই অক্টোবর বাগেরহাটের চুলকাঠি বাজারের মেসার্স রিয়া ষ্টোরের মালিক প্রকাশ কুন্ডু তার কর্মচারী রাধা দাশের সাথে মোটরসাইকেল যোগে একটি ব্যাগে ১৩ লাখ ৭০ হাজার ৫৬ টাকা নিয়ে কাটাখালী সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকে জমা দিতে যায়। যাওয়ার পথে ফকিরহাট উপজেলার মহিষ খামার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে প্রকাশ কুন্ডুকে লক্ষ্য করে গুলি করে। এতে মোটরসাইকেল চালক রাধা দাশ মারাত্মকভাবে আহত হয়। এনিয়ে পরে ফকিরহাট থানায় একটি
মামলা হয়। তিনি আরো বলেন, আমরা তদন্ত করে জানতে পারি ওই চার যুবক ছিনতাইয়ের চেষ্টার সাথে জড়িত ছিল। তাই গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট বাসস্টান্ড থেকে ওই চার যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।