ষ্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের আ:লীগ নেতা সমির আলীর ছেলে যুবলীগ নেতা শুকুর আলীকে পূর্ব শত্রুতার জেরে গতকাল বুধবার সকালে বাঘাডাঙ্গা গ্রামের অন্ত মন্ডলের ছেলে বিএনপি নেতা স্বপন মন্ডল ও তার আপন সহোদর তপু মন্ডল তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ দেয়। শুকুর আলী তাদের গালি দিতে নিষেধ করলে তারা তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় শুকুর আলী গতকাল বুধবারই দামুড়হুদা মডেল থানায় বিএনপি নেতা স্বপন মন্ডল ও তপু মন্ডলের বিরুদ্ধে একটি জিডি করে।যার নং ৩৪২। যুবলীগ নেতা শুকুর আলী জানান স্বপন মন্ডল চিহ্নিত বিএনপির ক্যাডার। সে এলাকায় বিএনপির লোকজন নিয়ে নানা সময়ে গোপন বৈঠক করতে চাই। আমি সেগুলো বাধা দিয়ে আসছি বলে তার সাথে আমার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছে।যার ধারাবাহিকতায় সে আমাকে গত বুধবার এ হুমকি দেয়।