নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে শুক্রবার সকালে গোয়ালপাড়া থেকে ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী জীবননগর সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আজিবর মোল্লার ছেলে সাগর(২৬)।
পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার সেকেন্ড অফিসার এসআই নাহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাগর হোসেন নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করে পরে তার দেহ তল্লাশি করে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করে। এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের একটি মামলা রুজু হয়েছে।