নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় অস্থিতিশীল পেঁয়াজ এবং চালের বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি এবং এক সপ্তাহের ব্যবধানে বাজারে হঠাৎ করেই চালের মূল্য বৃদ্ধি পাওয়ায়
আজ সোমবার বেলা ১২ টার দিকে তিনি চুয়াডাঙ্গা বড় বাজারের কাঁচা বাজার এবং রেল স্টেশন সংলগ্ন চালের বাজার পরিদর্শনে বের হন। এসময় তিনি ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলেন।
তিনি ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেন। তিনি কয়েকজন ব্যাবসায়ীর নিকট থেকে মালামাল কেনার কাগজ-পত্র পরীক্ষা করেন। সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসীমুল বারী। ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক জোর্য়াদ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোর্য়াদ্দার ইবু প্রমুখ।