নিজস্ব প্রতিবেদকঃ দর্শনা সীমান্তের জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশের সময় এক সুন্দরী নারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটককৃত ফাতেমাতুজ জহুরা (৩০) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তুসভান্ডার গ্রামের সানি আহম্মেদের মেয়ে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় তাঁকে আটক করা হয়
বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এস আই রাশিদুল হাসান জানান, ফাতেমাতুজ্জোহরা (৩০) নামের এক নারীকে মঙ্গলবার বিকেলে দর্শনা।ইমিগ্রেশন চেকপোস্টে আটক করা হয়। তিনি তার জাল পাসপোর্টে গোপনে জাল সিল ব্যবহার করে ইমিগ্রেশন এবং বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত।অতিক্রম করে ভারতে ঢুকে পরেন। তার ব্যবহার করা।পাসপোর্ট অনুযায়ী সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তুসভান্ডার গ্রামের সানি আহম্মেদের মেয়ে। তার মায়ের নাম ইলম বাহার। মামলার বাদী এস আই জিয়াউর রহমান বলেন, সকাল দিকে তিনি সীমান্ত অতিক্রম করেন। পরে ভারতের গেদে চেকপোস্টে কর্তব্যরতদের সন্দেহ হলে তারা ওই নারীকে আবার বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ফেরত পাঠায়। সন্ধ্যায় তার পাসপোর্ট পরীক্ষা নীরিক্ষা করে জাল বলে সন্দেহ হলে তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। রাতে দামুড়হুদা থানায় তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ এনে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এস আই জিয়াউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, তার বিরুদ্ধে জাল পাসপোর্ট ব্যবহার করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে আইনগত পরবর্তি পদক্ষেপ নেওয়া হচ্ছে।