নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর বাসস্ট্যান্ডে মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৬ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী হালিম মিয়া (২১) আটক। ঝিনাইদহ র্যাব- ৬ থেকে বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান, মঙ্গলবার দিবাগত রাত পোনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে পৌর শহরের
জীবননগর বাসস্ট্যান্ডের নুর মোহাম্মদ এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানার আকন্দবাড়ীয়া দক্ষিণ পাড়ার মান্নান মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী হালিম মিয়া (২১) কে আটক করে
তার নিকট থেকে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে আটক করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।