themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
সংবাদ শিরোনাম :
পুরাতন খবর খুজছেন ?

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমানের বিদায় সংবর্ধনা এসপির বিভিন্ন সফলতা তুলে ধরলেন ডিআইজি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৮ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) চুয়াডাঙ্গা জেলা থেকে চাঁদপুরে বদলি হওয়ায় খুলনা রেঞ্জ অফিসের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল বিকেলে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন সদ্য বিদায়ী পুলিশ সুপার মাহবুবুর রহমানের বিভিন্ন সফলতা তুলে ধরে স্মৃতিচারণসহ তাঁর উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করেন এবং আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে চুয়াডাঙ্গা জেলায় প্রায় দুই বছর দায়িত্ব পালন করার জন্য বিদায়ী এসপিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলায় থাকাকালীন সময়ে পুলিশ সুপার মো. মাহবুবর রহমানের বিভিন্ন কর্মকা- তুলে ধরে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. হাবিবুর রহমান বিপিএম ও অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম। আলোচনা শেষে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘চুয়াডাঙ্গায় দায়িত্ব গ্রহণের পর থেকে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন ও সাধারণ মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি। এলাকার মাদক নির্মূল, চুরি-ডাকাতি রোধসহ সন্ত্রাসীদের নির্মূল করার চেষ্টা করেছি। চুয়াডাঙ্গাবাসী আমাকে সব ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কমান্ড্যান্ট এসপি, আরআরএফ খুলনা ও রেঞ্জ অফিসে কর্মরত পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করা মাহবুবুর রহমান চাকরি জীবনের দীর্ঘ কর্মতৎপর সময় পার করেছেন চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গায় আসার আগে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ শাখার (ইমিগ্রেশন) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে একের পর এক ভালো কাজ, সঠিক নেতৃত্ব ও সৃজনশীল চিন্তা শক্তির যথাযথ ব্যবহারের কারণে বাংলাদেশ পুলিশ তাঁকে দ্বিতীয়বার পিপিএম পদকে ভূষিত করে। দায়িত্বপালনকালীন সময় তিনি চুয়াডাঙ্গা জেলার মানুষের কাছে ‘গরিবের এসপি’ ও সদালপী, মিষ্টভাষী বলে সমধিক পরিচিত ছিলেন। বদলি আদেশ পেয়ে এবার আরও বৃহত্তর পরিসরে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel