নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছেন খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা হচ্ছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের নবী চৌধুরীর ছেলে জসিম উদ্দিন (৩৫) ও বেনিপুর বৃত্তিপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ইক্তাবুল(৩৫)।
খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে খালিশপুর ব্যাটালিয়ন ৫৮ এর অধীনস্থ কসুমপুর বিওপির সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ৭ টার সময় সীমান্ত পিলার ৬১/৯-এস হতে আনুমানিক ২’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বৃত্তিপাড়া গ্রামের ফকির মাহমুদের মেহগনি বাগান থেকে ইক্তাবুলকে ৩৬ বোতল ফেন্সিডিল এবং কাঁটাতার কাটার সাঁড়াশিসহ গ্রেফতার করেন। পরবর্তীতে একই রাতে ২ টার দিকে গয়েশপুর বিওপির টহলদল সীমান্ত পিলার ৬৮/১-এস হতে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার গয়েশপুর পশ্চিমপাড়া বড় মসজিদের পাশ থেকে জসিম উদ্দিনকে ৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের মাদকদ্রব্যসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply