কবি-রিতুনুর।
চির সবুজের বাংলাদেশ
শাপলা ফুটে ঝিলে।
পদ্মপাতা ছড়িয়ে ছিটিয়ে,
শ্যাওলা ধরা বিলে।
শিশুরা দল বেঁধে
শাপলা তুলতে যায়।
শাপলা তুলে ধরেছে হাতে
এই রূপসী বাংলায়।
মুখরিত করে তুলেছে
শিশুরা দেশভক্তি গানে।
মাঠে মাঠে ছেয়ে আছে
সবুজে ভরা ধানে।
নারকেল তাল গাছে ফাঁকে,
হুতুমপেঁচা লুকিয়ে ডাকে।
ভয় জাগে শিশুদের প্রাণে
লাফিয়ে পড়ে বাড়ি পালায়
এক নিমিষেই টানে।
আমার সোনার বাংলা মাগো
রুপকথার এক দেশ।
হেসে খেলে দুচোখ মেলে
কাটায় শিশুরাও বেশ।