শিমুল রেজাঃ দৈনিক সকাল বেলা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের অন্যতম প্রধান জাতীয় জনপ্রিয় গণমানুষের মুখপত্র, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় সম্পাদক প্রকাশক ও বিশিষ্ট মানবধিকারকর্মী মো.নূর হাকিম। শোকবার্তায় নূর হাকিম জানিয়েছেন আমরা একজন সজ্জন সহকর্মীকে হারালাম। একই সাথে জাতি একজন সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক কলম যোদ্ধাকে হারাল। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আরো বলেন দৈনিক সকালবেলা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হক পল্লবী নিবাসী গতকাল বিকালে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ২ (দুই) মেয়ে, স্ত্রী, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার যোহরবাদ দক্ষিণ পল্লবীস্থ বাইতুস সালাহ্ জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে মিরপুর-১১ নং, জান্নাতুল মাওয়া গোরস্থানে তাকে সমাহিত করা হবে সকালবেলা’র প্রধান উপদেষ্টা মীর হাবিবুর রহমানের শোক প্রকাশ। আপন ছোট ভাইয়ের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক সকালবেলা’র প্রধান উপদেষ্টা মীর হাবিবুর রহমান। তিনি তার শোক বার্তায় মরহুমের স্মৃতিচারণ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আরো শোক জানিয়েছেন দৈনিক সকালবেলার সকল সাংবাদিক ও কমর্চারীবৃন্দ।