কবি রিতুনুর।
ওগো প্রিয় দর্শনী
শ্রবণের বৃষ্টি ভেজা চুলে
সেজেছো বেলি ফুলে
তুমি হলে আমার।
শাড়ী পরেছো কুঁচিতে কুঁচিতে
লাগছে কি চমৎকার!!
এসো কাছে ভালোবেসে
নাকে দেবো ফুল।
পায়ে নুপুর আলতা দেবো
কানে ঝুঁমকার দুল!!
এতোদিন ধরে তোমায়
দিবা নিশি ভাবি,
আজ তোমায় সঁপেছি প্রাণ
বুঝে নাও ঘরের চাবি।
ভালোবেসে নিজের ইচ্ছায়
এলে মোর দ্বারে।
বলনা সখী এমন সুখ পেলে
কে কার ধার ধারে!!
তুমি পাশে থাকলে আমার
লাগবেনা আর ভয়।
সুখে দুঃখে দুজনে মিলে
রাজ্যটা করবো জয়ে।।
জীবন যুদ্ধে লড়াকু হবো
সৈনিকের বেশে।
তুমি আমি হারিয়ে যাবো
নীল আসমানের দেশে।
বলবো কথা সঙ্গোপনে
কাটবে নিশি রাত।
তুমি আমি খাব মিলে দুধ মাখা ভাত।
সকাল হলে জানাবে তুমি
চায়ের পেয়ালা হাতে নিয়ে মিষ্টি সুপ্রভাত।