কবি রিতুনুর।
গায়ের পাশে ছোট নদী
জল রাশি রাশি
আমার সোনার বাংলা মাগো
আমি তোমায় ভালোবাসি।
ভাদ্র মাসে বউ যায় বাপের বাড়ি
হাটু জল পাড়ি দিয়ে
পরে লাল শাড়ি।
নদীর ধারে উড়ে বেড়ায় শতশত চিল
দুষ্ট বালিকা ভীতু হয়ে
মারে কতো ঠিল
হাঁস নেমে সাঁতার কাটে অল্প অল্প জলে
পেক পেক শব্দ করে কি জানি কিযে বলে?
আমার সোনার সবুজ বাংলা
আমি তোমার ভালোবাসি
মনে হয় শহর ছেড়ে
বারবার গায়ে ছুটে আসি!!
সবুজে ভরা ঐ দুরে
ফসলের ভরা মাঠ
শুক্র শনি অপরাহ্ন বসে গঞ্জের হাট।