কবি রিতুনুর।
রক্তের মতো লাল রক্তগোলাপ
দেবো তোমায় হাতে।
যদি হেসে খেলে কাটিয়ে
দাও তুমি আমার সাথে।
যদি রাখো এই হাতে হাত
উড়িয়ে দেবো আকাশে
শান্তির পায়রা
সকাল হলে জানাবে তোমায়
মিষ্টি সুপ্রভাত।
তুমি পাশে থাকলে
এ জীবন হবে আমার ধন্য।
আমার জন্ম হয়েছে গো সুধুই
তোমার জন্য।
রঙিন আভায় রাঙিয়ে দেবো
তোমার সারা গায়।
তোমায় পেলে প্রানের প্রদ্বীপ
উঠবে ওগো জ্বলে।
হাসিতে হাসিতে ভরিবে ভূবন
দুঃখ যাবো ভুলে।
তোমায় নিয়ে হারিয়ে যাবো
গহিন সুন্দর বনে।
যতোই বাঁধা গোলকধাঁধা
আসুক জনে জনে।