ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জেলা প্রশাসক, ঠাকুরগাঁও আজ ১৩/০৬/২০২০ খ্রিঃ পীরগঞ্জ উপজেলার সেনগাও ইউনিয়নে যান। সেখানে তিনি গত ৫ জুন মোবাইল চুরির ঘটনা নিয়ে নির্মম নির্যাতনের শিকার দুই কিশোর সুমন ও কামরুলের বাড়িতে যান এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি নির্যাতনের শিকার কিশোর দু’জন এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে অবহিত হন এবং সমবেদনা জানান। দোষীদের যথোপযুক্ত শাস্তি হবে মর্মে তিনি তাদেরকে আশ্বস্ত করেন। পরে তিনি তাদেরকে ঘরে থাকার পরামর্শ দেন এবং কিছু খাদ্য সামগ্রী এবং চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসকের সঙ্গে এডিসি (জেনারেল), উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এসি(ল্যান্ড) এবং ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।