মেহেরপুর প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমীর চিকিৎসক রবিউল ইসলামকে (৬০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১২ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলফিকার আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রবিউল ইসলামকে থানাপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন। তিনি ওই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জাগো দেশকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নাশকতার মামলা রয়েছে। মামলা নং ২৭, তারিখ ২৩/০৩/২০২০। নাশকতার মামলায় এজাহার নামীয় ৯ নং আসামী তিনি। জুলফিকার আলী আরো জানান, চলতি বছরের ২২ মার্চ দিনগত রাতে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে জামায়াত শিবির নেতারা জড় হয়ে সরকার বিরোধী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জামায়াত নেতা কর্মীরা। এ ঘটনায়ে এজাহার নামীয় ১০ জন ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের
গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। শনিবার (১৩ জুন) সকালে জামায়াত নেতা রবিউল ইসলামকে আদালতে নেওয়া হবে।