জাগো দেশ প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. মোশারফ হোসেনকে (৪৮) কারাগারে পাঠানোর
আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৩ জুন) একদিনের রিমান্ড শেষে তাকে
ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার
তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম
সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার (১০ জুন) সন্ধ্যায় যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা দক্ষিণ বিভাগের গাড়ি চুরি/ ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম। এরপর তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার মোশারফ পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি তার সহযোগীদের সহায়তায় কক্সবাজার
সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে
আসছিলেন।