শিমুল রেজা, জাগো দেশ প্রতিবেদনঃ দামুডহুদা থানার অন্তভুক্ত দশর্না তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে গতকাল বৃহস্পতিবার রাত ৭ টার দিকে উপজেলার ঝাঝডাঙ্গা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ফজলু রহমানকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী দামুডহুদা উপজেলার পারকেষ্টপুর মদনা ইউনিয়নের ঝাঝডাঙ্গা গ্রামের বদর উদ্দীনের ছেলে ফজলু রহমান (৩০)।
থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, দামুডহুদা মডেল থানার পরিদর্শন তদন্ত (ওসি) কে,এম জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে, (দর্শনা তদন্ত কেন্দ্র ইনচার্জ পুলিশ অফিসার শেখ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ঝাঝডাঙ্গা গ্রামে নিজ বস্তবাড়িতে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত ৭ টার দিকে ২৪ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী ফজলু রহমানকে আটক করেন
এব্যাপারে দামুড়হুদা থানার পরিদর্শন তদন্ত অফিসার ইনচার্জ (ওসি) কে,এম জাহাঙ্গীর কবির বলেন,ফেনসিডিলসহ আটক মাদক ব্যাবসায়ী ফজলু রহমান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা দিয়ে মাদকের চালান বহন করতে থাকে বলে আমরা জানতে পারি তারপর আমরা আমাদের সোর্স নিয়োগ করি ফজলু পিছনে। আজ আমাদের সেই সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফেনসিডিলের চালানসহ আটক করতে সক্ষম হই। ফজলু রহমানের বিরুদ্ধে দামুডহুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায় করা হয়। একের পর এক মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, ও( দর্শনা তদন্ত কেন্দ্র পুলিশ) অফিসার শেখ মাহবুবুর রহমানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল।