নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার সকালে উপজেলার চ্যাংখালী রোডের হেলিপ্যাড নামক স্থান থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। ফেনসিডিলসহ গ্রেপ্তার নারী মাদক ব্যাবসায়ীরা হচ্ছেন মাগুরা জেলার শালিখা থানার রামিজপাড়া গ্রামের মৃত রওশন মোল্লার স্ত্রী খাদিজা বেগম (৬০) ও নড়াইল জেলার বড়দিয়া গ্রামের সুমন মোল্লার স্ত্রী প্রিয়া খাতুন (২৫)।
পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিরুল ইসলাম, এএসআই নুর হোসেন ও পলাশ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ইসলামপুর মোড় সংলগ্ন চ্যাংখালী রোডের হেলিপ্যাড নামক স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন মাদক ব্যাবসায়ী খাদিজা বেগম (৬০) ও প্রিয়া খাতুন (২৫)কে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেন। এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেনসিডিলসহ গ্রেপ্তার নারী মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে জীবননগর থানার মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন ।