জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীর বাড়ইখালী ঘাট খেকে অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেন্সিডিলসহ প্রিন্স অব বঙ্গতরী নামে একটি কার্গো জাহাজকে আটক করেছে র্যাব -৬ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কার্গোটিকে আটক করা হয়। এ সময় কার্গোর ড্রাইভার ফারুক, মুসলিম উদ্দিন ও গ্রীজার সিরাজকেও আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৫০ বোতল ফেন্সিডিল এবং অবৈধভাবে আনা ভারতীয় দ্রব্যসামগ্রী আটক করা হয়। র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি মো. শাহীন এ অভিযানের নেতৃত্ব দেন। র্যাবের এ কর্মকর্তা বলেন,“ ভারত থেকে ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকারে উদ্দেশে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানান এ কর্মকর্তা”।