মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে শহরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশ থেকে একটি ইলেকট্রিক ডিভাউজ যুক্ত বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় বোমা সদৃশ্য বস্তুটির পাশ থেকে একটি চিরকুটেও উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অফিসের গেটের পাশে প্রাচীরের পাশে একটি ব্যাগে বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পায় কর্মচারীরা।তারা পুলিশকে খবর দিলে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়।
পুলিশ ব্যাগের ভিতরে একটি ইলেকট্রিক ডিভাইজ যুক্ত বোমা সদৃশ্য বস্তু দেখতে পায়। পাশে একটি হাতে লেখা চিরকুট পায় পুলিশ। পরে বোমাটি নিষ্ক্রিয় করা জন্য খুলনা র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশ থেকে একটি ইলেকট্রিক.ডিভাউজ যুক্ত বোমা সদৃশ্য বস্তু আমরা উদ্ধার করেছি। আসলে এটা বোমা কিনা সেটা বোম ডিসপোজাল ইউনিট আসলে জানতে পারবো। আমরা ধারনা করছি আতংক সৃষ্টির জন্য কেউ রেখে যেতে পারে। তিনি বলেন, উদ্ধার হওয়া চিরকুটে হাতে লেখা রয়েছে ‘আনসারুল ইসলাম দল’। এটা নিয়েও আমরা তদন্ত শুরু করেছি। র্যাব আসলে এটি নিষ্ক্রিয় করা হবে।