মেহেদী হাসান মিলন, জাগো দেশ প্রতিবেদকঃ জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে মানুষ মানুষের জন্য শীর্ষক প্রতিপাদ্য বিষয় অভিগম্য আগামীর পথে শিরোনামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কারিতাসের এনিমেটর বাপ্পা মন্ডল, ডেভেলপমেন্ট কমিটির সভাপতি সুদিন সরকার, সহ সভাপতি আলাউদ্দীন,কার্পাসডাঙ্গা ইউপি সচিব মহিউদ্দীন,কিতাব আলী সহ পরিষদের মেম্বর ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।