নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়ার আলোচিত মাদক ব্যবসায়ী
মহিরকে গাঁজাসহ আটক করেছে বেগমপুর ফাঁড়ির পুলিশ। গতকাল বুধবার বেলা দুইটার দিকে সদর উপজেলার আকন্দবাড়ীয়া আবাসন এলাকার সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক মহির উদ্দীন (৪৭) আকন্দবড়ীয়া নতুন পাড়ার মৃত কপিল উদ্দীনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ফাঁড়ির পুলিশ জানতে পারে, আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাজিব আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালানা করেন। অভিযানকালে আকন্দবাড়ীয়া নতুন পাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি মহির
উদ্দীনকে আটক করেন। এ সময় তাঁর শরীর তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটক আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে উদ্ধার মাদকসহ আটক
আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটক আসামিকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে।জানিয়েছে থানার পুলিশ।