স্টাফ রিপোর্টার:জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের খানুর ছেলে শাহীন,নুরইসলামের ছেলে এরশাদ,ওমরের ছেলে মারুফের বিরুদ্ধে প্রতিদিন গাঁজার আসর বসানোর অভিযোগ উঠেছে।গোপন সুত্রে জানা গেছে শাহীন,এরশাদ,মারুফ সহ আরো বেশ কয়েকজন মিলে গ্রুপ করে মাদক সেবন করে।তাছাড়া তারা নিজেরা মাদক সেবনের পাশাপাশি যুবসমাজের অনেকের সাথে মিশে তাদের ও বিপথগামী করে।এরা তিনজন বিভিন্ন জায়গায় দম্ভোক্তি করে বলে বেড়ায় গাঁজা সেবন করি কে কি করবে। যাদের কাছে গাঁজা কিনি তাদের সব ম্যানেজ করা। কেউ কিছু করতে পারবেনা। এ তিনজনে মিলে আরো কয়েকজন মাদকসেবীকে সাথে করে প্রতিদিন গাঁজার আসর বসায় বিভিন্ন গোপন স্থানে।।এদের কারনে যু্বসমাজ দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে।নাম না প্রকাশ করার শর্তে অনেকে বলেন এরা দিনের বেলায় দিনের আলোর মত পরিস্কার ভাবে ঘুরে বেড়ালেও সন্ধ্যা নামার সাথে অন্ধকারের ঘনঘটায় নিজেদের মাদকের অন্ধকার জগতের রুপ বের করে।এরা ধরা না খাওয়ায় কেউ কিছু বলতে গেলেই তাদের দেখে নেবার হুমকি দেয়।এদের তিনজন কে আটক করে আইনের আওতায় আনলেই বেরিয়ে আসবে মাদকের বড় বড় গডফাদারদের নাম।এ বিষয়ে জানতে শাহীন, এরশাদ,মারুফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।শাহীন,এরশাদ,মারুফকে আইনের আওতায় আনতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।আগামী পর্বে এদের সহযোগীদের মাদকের জড়িত থাকার বিষয়ে সংবাদ প্রকাশিত হবে।চলবে…
Leave a Reply