মেহেদী হাসান মিলন:(বার্তা সম্পাদক) জাগো দেশ,প্রতিবেদনঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমি অফিস ও কার্পাসডাঙ্গা – বাঘপাড়া আবাসন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাস সরকার।গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে কার্পাসডাঙ্গা ভূমি অফিস পরিদর্শন করেন। এরপর বেলা সাড়ে ৪ টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গার বাঘাডাঙ্গা আবাসন প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, দামুড়হুদা ভূমি কমিশনার মিকি মার্মা ,কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কাশেম, আবাসন প্রকল্পের সভাপতি মোঃ জিয়াউর রহমান, মোঃ হাসান আলী, ডাঃ শাহজামাল, নাজমুল হক, মোঃ সামসুল, সাংবাদিক শরিফ রতন,মেহেদী হাসান মিলন প্রমুখ।