নিজস্ব প্রতিবেদকঃ আখ চায়ে উদ্বুদ্ধ করতে কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল কর্র্তৃপক্ষ নতুন উদ্যোগ নিয়েছে। শিক্ষা সেস (উপকর) তহবিলের টাকা থেকে এবারই প্রথম বৃত্তি দেয়া হবে আখ চাষি পরিবারের সন্তানদের।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী জানান, গেল ৩ বছরে চিনিকলে সরবরাহ করা প্রতি মণ আখের হিসাব থেকে ৫০ পয়সা করে চাষিদের কাছে থেকে কেটে রেখে কেরু শিক্ষা সেস তহবিলে ২১ লাখ ৫৬ হাজার ৫৫৬ টাকা জমা হয়েছে। কেরু শিক্ষা সেস তহবিলের সভায় সিদ্ধান্ত অনুযায়ী ওই জমা হওয়া টাকার ৬০ ভাগ শিক্ষা বৃত্তি ও ৪০ ভাগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজে লাগানো হবে এবং সেখান থেকে কর্ম পরিচালনা ব্যয় হবে ১ লাখ ২০ হাজার টাকা। নির্ধারিত ফর্মে করা আবেদন ২০ অক্টোবর চুড়ান্ত করা হবে।
তিনি আরো জানান, জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩ লাখ ২৪ হাজার, আলমডাঙ্গা উপজেলায় ২৭ হাজার ৭০০, দামুড়হুদা উপজেলায় ৫ লাখ ৯ হাজার ও জীবননগর উপজেলায় ৫ লাখ ২৮ হাজার ৮০০ টাকা শিক্ষা বৃত্তি দেবে কর্র্তৃপক্ষ। ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগে শিক্ষা সেস তহবিলের টাকা যে কেউ ইচ্ছা মত আবেদন করে তুলে নিতো। সে কারণে প্রকৃত অর্থে টাকা সঠিক কাজে লাগতো না। এ জন্য গচ্ছিত টাকার ব্যয় সঠিকভাবে করার জন্য আখ চাষি পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ব্যাপক সাড়াও মিলছে। এরকম উদ্যোগের ফলে আখ চাষি পরিবারের শিক্ষার্থী সন্তান ও ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ প্রয়োজন মিটবে।
Leave a Reply