নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে বিদ্যুতের সটসার্কিট থেকে পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ১২ শত মন পাট পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।জানা গেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে কুতুবপুর গ্রামের ক্যাম্প পাড়ায় মের্সাস মন্ডল এন্টার প্রাইজের পাটের গোডাউনে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুন ধরে যায়।আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে।আগুনের খবর পেয়ে পাটের মালিক হামিদ মড়লের ছেলে সফু মড়ল সহ তার পার্টনার ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।খবর দেওয়া হয় দর্শনা ফায়ার ষ্টেশনে। খবর পেয়ে দর্শনা ফায়ার ষ্টেশনের দমকল বাহিনি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নেই। ততক্ষনে গোডাউনের পাট পুড়ে একাকার।পাট মালিক কুতুবপুরের সফু মড়ল জানান গোডাউনে ১২ শত পাট ছিলো সব মিলিয়ে প্রায় ১৮ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে