শাহরিয়ার কবির ব্যুরো চিফ খুলনাঃ-খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ল্যাবে এটিই একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্তের রেকর্ড। শনিবার (১৩ জুন) রাতে খুমেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ নিশ্চিত করেন। তিনি জানান, আমাদের পিসিআর ল্যাবে এদিন সর্বাধিক ২৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৮০ জনের করোনা পজেটিভ এসেছে। সংগৃহীত নমুনার মধ্যে খুলনা জেলার ছিল ১২৪টি, সেখান থেকে ৪৫ জনের করোনা পজিটিভ মিলেছে। এছাড়া বাগেরহাটের ৭টি, সাতক্ষীরার ৪টি, যশোরের ১৩টি, ঝিনাইদহের ৯টি, মাগুরার ২টি নমুনায় পজেটিভ রিপোর্ট আসে। এর আগে শুক্রবার (১২ জুন) খুমেক ল্যাবে এর আগ পর্যন্ত সর্বোচ্চ ৫৮ জনের করোনা শনাক্ত হয়। একদিনের ব্যবধানে সে রেকর্ড ভেঙে গেলো।