হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টারঃ যশোর জেলায় নির্বাচিত ২৮ জন বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে ২০২০ সনের নির্বাচিত প্রার্থীদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহী প্রেরণ। ১৩জুন শনিবার সকাল ০৮.০০ ঘটিকায় যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নির্দেশক্রমে অতিঃ পুলিশ সুপার (সদর) জনাব মোঃ অপু সরোয়ার এর উপস্থিতিতে বিশেষ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিংয়ে তিনি যশোর জেলায় নির্বাচিত ২৮ জন বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র)‘দের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উক্ত ২৮জন বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র)‘দের বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়। উক্ত ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ যশোরের উদ্ধর্তন কর্মকর্তাগণ।